
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে পর্ণো ভিডিও দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ছফর উদ্দিন ওরফে খাম্বিরা নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির এখনো তদন্ত চলছে।
এরআগে গত শনিবার (২৮ জুন) উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগী ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি অন্য যুবকের সাথে তার বিয়ে হওয়ার পরও ওই যুবক সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছিল ছফর উদ্দিন। একপর্যায়ে কথা বলার জন্য কিশোরীকে একটি মোবাইল ফোন ও সীমও কিনে দেয় সে। গত শনিবার বেলা আনুমানিক এগারোটার দিকে কেউ না থাকার সুবাদে কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ণো ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পড়নের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে চলে আসে।
এর একদিন পর কিশোরীর মা গার্মেন্ট শ্রমিক ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ওই ঘটনা খোলে বলে। একপর্যায়ে এই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এসময় এলাকাবাসী বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গত মঙ্গলবার (১ জুলাই) ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন তদন্ত শুরু করে।
ছামিয়া