
ছবি: জনকণ্ঠ
বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। আটক পুলিশ সদস্যের নাম রুহুল আমিন। নিজ জেলা সিরাজগঞ্জ। তিনি দীর্ঘদিন যাবৎ বগুড়া শাজাহানপুর থানাতেই কর্মরত আছেন।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। সংবাদ পেয়ে একই দিন বিকেলে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় চাঁদাবাজির শিকার নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পুলিশ সদস্য রুহুল আমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, "জনতা কর্তৃক পুলিশ সদস্য আটকের সংবাদ পেয়ে রুহুল আমিনকে আহত অবস্থায় থানায় আনা হয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
শহীদ