ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

মো. জামশেদুল আলম, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:১২, ৩ জুলাই ২০২৫

কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে আসিম বিন সাইফ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আসিম স্থানীয় মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে। তিনতলা ভবনের ছাদে টিনশেড ঘরে খেলছিল সে। এ সময় পাশের একটি গাছ কাটার সময় ডাল পড়ে টিন ভেঙে তার ওপর পড়ে এবং সে কাপড় শুকানোর রশিতে জড়িয়ে যায়।

পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা গিয়াস উদ্দিন জানান, "ঘরে বসে থাকতেই শব্দ শুনে ছাদে উঠে দেখি আসিম টিনের নিচে। দ্রুত হাসপাতালে নিলেও আর বাঁচানো যায়নি।"

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদুল ইসলাম বলেন, "ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

শহীদ

×