ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

স্তব্দ রিভারপুল, বিশ্বাস হচ্ছে না রোনাল্ডোর

প্রকাশিত: ২১:৪১, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪১, ৩ জুলাই ২০২৫

স্তব্দ রিভারপুল, বিশ্বাস হচ্ছে না রোনাল্ডোর

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে রোল্ডোর সতীর্থ দিয়েগো জোতা

স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী এই ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পর্তুগিজ এই ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জোতার মৃত্যুতে ইতোমধ্যেই স্তব্দ হয়ে পড়েছে রিভালপুল। শোক জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে লম্বা সময় জোতার সঙ্গে খেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সতীর্থের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। জোতার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন এই তারকা ফুটবলার।

সামাজিক যোগাযোমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

জোতার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় অগ্নিনির্বাপকর্মীদের বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রোয়াত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

বিবিসি জানিয়েছে, জোতার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা। ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা। দুই বছর পর লা লিগার ক্লাব আতলেটিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে। ২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে।

ফয়সাল /রাজু

×