
খুলনার সরকারি বিএল কলেজে একাদশ শ্রেণির সমাজবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে একটি বিতর্কিত প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
বিতর্কিত প্রশ্নটি আসে ২ জুলাই অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায়। ৯ নম্বর প্রশ্নে লেখা ছিল: “জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন।” এই অংশের ভিত্তিতে চারটি প্রশ্ন করা হয়।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর প্রশ্নে অসঙ্গতি লক্ষ্য করে প্রশ্নপত্র ফিরিয়ে নেয় কর্তৃপক্ষ। দেখা যায়, প্রশ্নের ক্রমে বিশৃঙ্খলা, কিছু প্রশ্নে উদ্দীপকের সঙ্গে অসংগতিও ছিল।
প্রশ্নপত্র তৈরি করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকার। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আবু তালেবকে।অধ্যক্ষ অধ্যাপক সেখ হুমায়ুন কবির জানান, একাধিক প্রশ্নে ভুল থাকায় তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্রের কিছু নমুনা সংরক্ষণ করা হয়েছে, বাকিগুলো ধ্বংস করা হয়েছে।
ঘটনাটি কলেজে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ।
আফরোজা