ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পের মটর চুরির মহামারি

মোঃ মাসুম পারভেজ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ১০:৪৯, ৪ জুলাই ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে সেচ পাম্পের মটর চুরির মহামারি

ছবি: জনকণ্ঠ (এআই জেনারেটেড)

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষকরা মহা বিপাকে পড়েছেন। গত কয়েক মাসে সেচ পাম্পের মটর চুরির ঘটনা বেড়ে গেছে। মাঠে ফসল উৎপাদনের জন্য কৃষকদের জন্য অত্যাবশ্যকীয় এই মটরের চুরি কৃষি উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশেষ করে ধান, পাটসহ অন্যান্য ফসলের চাষের সময়ে সেচ পাম্পের মটর চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, চোরেরা গভীর রাতে সেচ পাম্পের কাছে এসে এই ঘটনা ঘটাচ্ছে, যার ফলে কৃষকরা ফসলের সেচে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ ঘটনায় এটিবি ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  বলেন, "মটর চুরি শুধু আমাদের অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং আমাদের আত্মবিশ্বাসও ভেঙ্গে দিচ্ছে।"

স্থানীয় প্রশাসন এই সমস্যার সমাধানের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, কৃষকরা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে, তারা যেন সেচ পাম্পের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি, চুরি হওয়া মটরগুলো সহায়তা হিসাবে প্রদান করেন। তারা অনুরোধ করেছেন যে, প্রশাসন যেন চোরদের খোঁজে মাঠে নজরদারি বাড়িয়ে দেয়।

এই পরিস্থিতিতে সেচ পাম্পের মটর চুরি রোধে স্থানীয় জনগণের সচেতনতা এবং প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর ভরসা রাখছে সাদুল্লাপুরের কৃষকরা।

চুরির বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দীন খন্দকার বলেনঃ- গত কয়েকমাসে চুরির হলেও  কেউ অভিযোগ করেনাই। অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সাব্বির

আরো পড়ুন  

×