
ছবি: সংগৃহীত
সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে, জনপ্রিয় ডিসপোজেবল ভ্যাপগুলোর থেকে ছড়ানো ভারী ধাতুর মাত্রা প্রচলিত সিগারেটের চেয়েও অনেক বেশি হতে পারে। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিসের এক গবেষণায় দেখা গেছে, ELF Bar, Esco Bar, Flum Pebble-এর মতো ব্র্যান্ডের ভ্যাপ থেকে সীসা, নিকেল, ক্রোমিয়াম ও অ্যান্টিমনি সহ বেশ কয়েক ধরনের ভারী ধাতু নির্গত হচ্ছে।
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, মাত্র ২০০ টান থেকে পাওয়া সীসার পরিমাণই ২০ প্যাকেট সিগারেটের থেকে বেশি। সাধারণত ২০০ টান ভ্যাপ খাওয়া মানে ১০ থেকে ১৫ সিগারেট খাওয়ার সমান, যা ২০ প্যাকেটের থেকে অনেক কম।
এই ভারী ধাতুগুলো ভ্যাপের যন্ত্রাংশ থেকে নিকোটিন তরলে ছড়িয়ে পড়ে অথবা তরলে আগেই থাকে বলে গবেষকরা মনে করছেন। এই ধাতুগুলো শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে। যেমন, নিকেল ও ক্রোমিয়াম ক্যান্সারের কারণ হতে পারে, অ্যান্টিমনি হৃদরোগ ও ফুসফুসের সমস্যা সৃষ্টি করে এবং সীসা মস্তিষ্কের নানা জটিলতা ডেকে আনে।
বিশ্বজুড়ে অসংখ্য অনিয়ন্ত্রিত ব্র্যান্ডের ভ্যাপ বাজারে আসায় এই স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে গেছে। বিশেষ করে কিশোরদের মধ্যে ভ্যাপের জনপ্রিয়তা বাড়ায় বিষয়টি আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা দ্রুত এই সমস্যার জন্য কঠোর নিয়ন্ত্রণ ও জনগণের সচেতনতা বৃদ্ধির দাবি করেছেন।
এম.কে.