
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের লোকজন দেশের ব্যাংকগুলো থেকে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে বড় সংকট চলছে। গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোর খারাপ অবস্থা। তাই দ্রুত একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে শুক্রবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই টিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামি ব্যাংক খেপুপাড়া শাখার ম্যানেজার তৌহিদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জালাল উদ্দিন কলেজ অধ্যক্ষ সনাতন বিশ্বাস, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম সিকদার।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে টিন বিতরণ করা হয়।
মেজবাহউদ্দিন মাননু/রাকিব