
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) সকাল সাতটার দিকে মহিপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
লাশটি মহিপুর গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কের পাশে পড়ে ছিল। মৃত ব্যক্তির বাম পায়ে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন সকালে হাঁটতে গিয়ে সড়কের পাশে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
মহিপুর থানার ওসি তারিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহ শনাক্তের কাজ চলছে।
মুমু ২