ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৬:২৬, ৩ জুলাই ২০২৫

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী যুবলীগ নেতা অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে ঢাকার রামপুরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, কখন এবং কোথায় থেকে বা কারা গ্রেফতার করেছে- এ বিষয়ে এখনো আমাদের কাছে কোন তথ্য নেই।

শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) বলেন, আমরা অফিসিয়ালভাবে জানতে পারিনি যে, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগ নেতা অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে গ্রেফতার করেছে। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পারভেজ রহমান জন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন।

পারভেজ রহমান জন শরীয়তপুর জজ কোর্টের এপিপি ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ২০২১ সালের দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচিত হন। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্ন্তবতী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়েছে। 

সাব্বির

×