
পটুয়াখালীর কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীর তীরের মাটি কেটে একটি মহল ইটভাটায় বিক্রিসহ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। লতাচাপলী ও ডালবুগঞ্জ ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এ নদীর লক্ষ্মীর বাজার সংলগ্ন মাইটভাঙা নামক স্থানে রাতদিন প্রভাবশালী মহল মাটি কাটার কাজ করছেন বলে স্থানীয়রা জানান। ফলে নদীতে ভাঙনের প্রবণতা বাড়ছে বলে নদীর উল্টোদিকের অন্তত ৩০টি দরিদ্র পরিবার শঙ্কিত হয়ে আছেন।
বরকতিয়া ও মনসাতলী গ্রামের বাসিন্দারা এমন শঙ্কা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন খান জানান, রাতদিন নদীর উল্টোদিক থেকে স্কেভেটর (বেকু) মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। ফলে উল্টো পাড়ে ভাঙন বাড়ছে। বসতবাড়ি ও মাছের ঘের নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তাদের। নদীর গতিপথ পাল্টে যাওয়ার শঙ্কাও রয়েছে এসব পরিবারের। স্থানীয়রা বিষয়টি নিরসনে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সানজানা