
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানি থেকে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের নাঙ্গলিয়া খালের পানি থেকে বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায় বাহেরগড়া গ্রামে নাঙ্গলিয়া খালের পানিতে বৃহস্পতিবার এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, "খবর পেয়ে থানার ওসি( তদন্ত) গুলজার আলম, এস আই মুরাদ, ও আবুল কালাম সহ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।"
তিনি আরো জানান, ওই যুবকের বয়স আনুমানিক ২০ বছর হবে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কেন বা কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়টি পুলিশ তদন্ত করছে।
Mily