
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (NRC) সেক্রেটারি-জেনারেল ইয়ান এগেল্যান্ড সতর্ক করেছেন যে, ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণে বিপর্যস্ত গাজায় জ্বালানি মজুত এখন একেবারে শেষ পর্যায়ে।
তিনি এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় লেখেন, “শেষ কয়েক ফোঁটা জ্বালানি এখন কেবল ন্যূনতম জরুরি সেবা চালু রাখতে ব্যবহৃত হচ্ছে। জ্বালানি না থাকলে পানিও থাকবে না, খাবার বিতরণ বন্ধ হবে, স্বাস্থ্যসেবা অচল হয়ে যাবে, এমনকি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়বে – ২১ লাখ মানুষের জীবন এখন একেবারে মৃত্যুর মুখোমুখি। এটা আর কোনো লজিস্টিক সমস্যা নয় – এটা জীবন-মৃত্যুর প্রশ্ন।”
এগেল্যান্ড আরও জানান, NRC বর্তমানে গাজায় ৩৩টি স্থানে পানি পৌঁছে দিচ্ছে, যেখানে আগে তারা ৬৪টি স্থানে পানি সরবরাহ করত। এখন প্রতিদিন ৮৫,০০০ ফিলিস্তিনিকে মাত্র ৪.৫ লিটার (১.১ গ্যালন) পানি দেওয়া হচ্ছে।
“এটা কেবল পান করার জন্যই যথেষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ১৫ লিটার (৩.৯ গ্যালন) মানদণ্ডের চেয়েও অনেক কম,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “এই ৩৩টির মধ্যে অর্ধেক জায়গা নির্ভর করে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার ওপর, যাদের জ্বালানি মজুত আর মাত্র ১০ দিনের জন্য যথেষ্ট – এর পর তারা পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবে।”
Jahan