ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পঞ্চগড় শহরে বাড়ি ভাড়া নিয়ে অনলাইন জুয়ার কারবার, সেনা অভিযানে আটক ডিলার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ১৬:১৩, ৩ জুলাই ২০২৫

পঞ্চগড় শহরে বাড়ি ভাড়া নিয়ে অনলাইন জুয়ার কারবার, সেনা অভিযানে আটক ডিলার

ছবি: জনকণ্ঠ

পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে অনলাইন জুয়ার এক ডিলারকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিভিন্ন মোবাইল ও অনলাইন জুয়ার আইডিতে প্রায় ১২ লাখ টাকা খুঁজে পায় সেনা কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান। আব্দুস সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।


সেনাবাহিনী জানায়, প্রায় চার বছর ধরে পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকার রাকিবুল হাসানের বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইন জুয়ার কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় সেনাবাহিনী। সাথে ছিলো পুলিশের একদল সদস্য। আবু সাত্তারের বাসায় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোন সাড়া আসছিল না। এক পর্যায়ে ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে সেনা সদস্যরা। এরই মধ্যে ওই জুয়াড় ডিলার সবকটি মোবাইল টয়টেলের ফ্ল্যাশবক্সে লুকিয়ে রাখে। কিন্তু সেনা সদস্যরা পুরো বাড়ি তল্লাশি করতে গিয়ে টয়টেলের ফ্ল্যাশবক্স থেকে মোবাইলগুলো উদ্ধার করে। এছাড়া তার ল্যাপটপ ও কম্পিউটারেও পাওয়া যায় অনলাইন জুয়ার অসংখ্য সাইট ও আলামত। মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার খুঁজে তার বিভিন্ন জুয়ার আইডিতে প্রায় ১২ লাখ টাকা খুঁজে পায় তারা। রাত ২ টায় শেষ হয় অভিযান। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে হাতে তুলে দেয়া হয়। পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে।
জুয়ার ডিলার আবু সাত্তার বলেন,  আমি ৪ বছর ধরে এই কাজ করে আসছি। টেকনিক্যালি বিষয়টি অবৈধ হলেও আমি দেশের টাকা দেশে রাখার জন্যই এই কাজ করি। মাসে আমার ১ লাখ টাকা আয় হয়।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। এই তরুণ অনলাইন জুয়ার এক বড় হোতা। তার বিভিন্ন জুয়ার সাইটে এখনো প্রায় ১২ লাখ টাকা রয়েছে। ঘরের ভেতরেই দীর্ঘদিন ধরে সে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

সাব্বির

×