ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ০০:১৩, ৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩১, ৩ জুলাই ২০২৫

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মিতায়ন চাকমা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন মো. আলমগীর হোসেন ভূইয়া।

এছাড়া, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ এবং ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এই কমিটিতে আরও রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্রের সম্পাদক অয়ন আহমেদ, যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন ও আমিনুল হক।

এ ছাড়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবু সাদিক কায়েম, উজ্জল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, এড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পাসহ নানা পেশার প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।

আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত সাধারণ সভায় আহ্বায়ক সাংবাদিক এ এইচ এম ফারুকের সভাপতিত্বে ঢাকায় বসবাসরত পার্বত্য অঞ্চলের তিন জেলার শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। সেখানেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, গত ২৩ মে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নবনির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন, ‘বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি সবাইকে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার সদস্য হিসেবে আমরা স্বাগত জানাই।’

মিমিয়া

×