ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সৌদি ফেরত যুবক দেশে ফিরেই প্রাণ হারালেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১০:৫১, ১৭ জুলাই ২০২৫

সৌদি ফেরত যুবক দেশে ফিরেই প্রাণ হারালেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

ছবি: প্রতীকী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু কাউসার (৩৫) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবার।

নিহত আবু কাউসার ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র ১২ দিন আগে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আবু কাউসার বাড়ির পাশের জমিতে সেচ দিতে গিয়ে পাম্প চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে আনা হয়।

পরিবারের সদস্যরা জানান, একই দিন সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু কাউসারের দাফন সম্পন্ন করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাটি আমরা সংবাদকর্মীদের মাধ্যমেই জেনেছি। এখনো কেউ থানায় লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নুসরাত

×