
ছবি: সংগৃহীত
মধ্যপ্রদেশের গুনা জেলার রাঘোগড় এলাকার বাসিন্দা ও পরিচিত সাপ উদ্ধারকারী দীপক মাহাওয়ার (৪২) বিষধর কোবরাকে গলায় ঝুলিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য একটি 'রিল' তৈরি করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে। দীপক স্থানীয় একটি প্রাইভেট কলেজে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে সাপ উদ্ধারকাজে জড়িত ছিলেন।
সেদিন দুপুরে বারবাটপুরা গ্রামের বাসিন্দারা আতঙ্কে দীপককে ফোন করে একটি বিষধর সাপ ধরার অনুরোধ করেন। সফলভাবে কোবরাটি ধরার পর, তিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে গলায় সাপটি ঝুলিয়ে মোটরসাইকেলে চড়ে বসেন। স্কুলে পৌঁছানোর পর আশপাশের মানুষজন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন, অনেকে আবার মোবাইলে সেই দৃশ্য ভিডিও করে রাখেন। ভিডিওতে দেখা যায়, দীপক গলায় সাপ ঝুলিয়ে মোটরসাইকেলে বসে আছেন এবং কোবরাটিকে নানা ভঙ্গিতে উসকাচ্ছেন।
এই দৃশ্য ঘিরে তৈরি হওয়া রিলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এই বিপজ্জনক খেলার শেষ ছিল করুণ। বাড়ি ফেরার পথে হঠাৎ সাপটি তার হাতে ছোবল দেয়। দীপক সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। তাকে দ্রুত রাঘোগড় হাসপাতালে নেওয়া হয় এবং পরে গুনা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ বোধ করায় সন্ধ্যায় তাকে বাড়ি পাঠানো হয়।
কিন্তু রাতের দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পুনরায় হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। পরদিন মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। দীপক মাহাওয়ার স্থানীয়ভাবে একজন জনপ্রিয় সাপ উদ্ধারকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি শত শত সাপকে লোকালয় থেকে উদ্ধার করে নিরাপদভাবে বনে ছেড়ে দিতেন।
মুমু ২