ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইরানকে যে কারণে ভয় পায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ৩ জুলাই ২০২৫

ইরানকে যে কারণে ভয় পায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি অস্বস্তিকর শক্তি। নিচে বিশ্লেষণ করা হলো, ঠিক কোন কোন কারণে যুক্তরাষ্ট্র ইরানকে ভয় বা সতর্ক দৃষ্টিতে দেখে:


১. পারমাণবিক কর্মসূচি ও সম্ভাব্য অস্ত্র

ইরান তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মনে করে, এটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে। যদি ইরান পারমাণবিক অস্ত্রে সক্ষম হয়, তবে তা গোটা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তখন চরম ঝুঁকিতে পড়বে।


২. আঞ্চলিক ক্ষমতার প্রভাব

ইরান শুধু নিজে শক্তিশালী দেশই নয়, বরং লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার আসাদ সরকারের পৃষ্ঠপোষক। এই সব গোষ্ঠী সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিপক্ষে অবস্থান নেয়। ফলে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার বড় বাধা।


৩. জ্বালানি নিয়ন্ত্রণের ভীতি

ইরান হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ দখলে রয়েছে—যেখান দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া তেলের এক-তৃতীয়াংশ পরিবাহিত হয়। কোনো যুদ্ধ বা উত্তেজনায় ইরান এই প্রণালি বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি করবে। এই আশঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত দুশ্চিন্তা।


৪. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকে থাকা সক্ষমতা

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দীর্ঘদিন ধরে টিকে আছে এবং বিকল্প পথ বের করেছে—যেমন চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য, স্থানীয় উৎপাদনশীলতা বাড়ানো ইত্যাদি। এই অব্যাহত প্রতিরোধ যুক্তরাষ্ট্রের "চাপের কূটনীতি"কে চ্যালেঞ্জ করে।


৫. ইসলামী বিপ্লবের আদর্শ ও বিরুদ্ধ অবস্থান

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে দেশটি ‘অ্যান্টি-ওয়েস্টার্ন’ মতবাদ প্রচার করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে “শয়তান” আখ্যায়িত করে। এই মতবাদ শুধু ইরানের অভ্যন্তরেই নয়, বিশ্বব্যাপী মার্কিনবিরোধী গোষ্ঠীগুলোকে প্রেরণা দেয়।


৬. সাইবার ও আন্ডারগ্রাউন্ড যুদ্ধক্ষমতা

ইরান শুধু সামরিক বা পারমাণবিক নয়, বরং সাইবার আক্রমণের দিক থেকেও শক্তিশালী হয়ে উঠছে। তারা বহুবার মার্কিন অবকাঠামো ও ইসরায়েলি সিস্টেমে সাইবার হানা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।


৭. যুক্তরাষ্ট্রের মিত্রদের হুমকি

ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত—এইসব যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ রাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা প্রকট। এই বৈরিতা নতুন যুদ্ধের জন্ম দিতে পারে যেটির মধ্যেই যুক্তরাষ্ট্র জড়াতে বাধ্য হতে পারে।


ইরান একটি পরাশক্তি না হলেও তার কৌশলগত অবস্থান, আঞ্চলিক প্রভাব, পারমাণবিক সক্ষমতা ও আদর্শিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি ক্রমাগত উদ্বেগের বিষয়। এটি যুক্তরাষ্ট্রের ভূ-কৌশলগত পরিকল্পনা, মিত্র-নীতিমালা এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ।

Mily

×