
ইসরায়েলি বাহিনী গত এক মাসে পশ্চিম তীর থেকে ৬৬০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ২৫ জন নারী ও ৩৯ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের গণমাধ্যম সংস্থা (ASRA)।
সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের মে মাসের শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী মোট ১৮,০০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এই সময়ের মধ্যে অন্তত ৫৭০ জন নারী ও কিশোরী এবং প্রায় ১,৪০০ জন অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ASRA জানায়, “১৩ জুনের পর থেকে ইরানে হামলার প্রেক্ষিতে ইসরায়েল ব্যাপক হারে গ্রেপ্তার অভিযান চালিয়েছে, একাধিক বাড়ি জোরপূর্বক দখল করে সেগুলোকে জিজ্ঞাসাবাদের কেন্দ্রে রূপান্তর করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি বাহিনী মাত্র ছয় দিনের মধ্যে পশ্চিম তীর থেকে ৩০০-র বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে জেরুজালেমে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ৩২ জন জেরুজালেমবাসীকে ‘সহায়তা দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।”
Jahan