ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ

একদিনে এক হাজার ২৩৫ সেনা হারিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৩ জুলাই ২০২৫

একদিনে এক হাজার ২৩৫ সেনা হারিয়েছে ইউক্রেন

ইউক্রেনীয় সেনাবাহিনী একদিনে ১ হাজার ২৩৫ জনেরও বেশি সেনা হারিয়েছে

রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী একদিনে ১ হাজার ২৩৫ জনেরও বেশি সেনা হারিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃবিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো দেশটির নৌবাহিনীর উপপ্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ব্যাটলগ্রুপ নর্থের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ১৭৫ সেনা, একটি সাঁজোয়া যান এবং ছয়টি আর্টিলারি হারিয়েছে। ব্যাটলগ্রুপ ওয়েস্টের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ২১০ জন সেনা, একটি মার্কিন তৈরি সাঁজোয়া যান এবং একটি পোলিশ-নির্মিত স্বচালিত আর্টিলারি ব্যবস্থা এবং ব্যাটলগ্রুপ সাউথের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ১৬৫ জনেরও বেশি সেনা এবং একটি আর্টিলারি হারায়। এ ছাড়া রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৪৫০ জনেরও বেশি সেনা এবং দুটি সাঁজোয়া যান, ব্যাটলগ্রুপ ইস্টের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ১৬৫ জন সেনা, একটি ট্যাঙ্ক ও দুটি আর্টিলারি এবং ব্যাটলগ্রুপ ডেনিপরের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৭০ জনেরও বেশি সেনা এবং ছয়টি জ্যামিং স্টেশন হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভে বড় ধরনের ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় আগুনে পুড়ে যায় একটি ভবন, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি স্থাপনা। অন্যদিকে খেরসনে রুশ আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল। আহত হন চিকিৎসক-রোগীসহ বেশ কয়েকজন।

×