ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইউরোপ

রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেন যুদ্ধে গেলে মিলবে নগদ ২২ হাজার ডলার

রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের বিরুদ্ধে লড়াই জোরদারে এবার নতুন কৌশল নিয়েছে রাশিয়া। জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে মস্কোর কোনো বাসিন্দা যুদ্ধে যোগ দিলে তাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র। দুই দেশের যুদ্ধ শুরুর পর থেকে অনেক সেনা হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কেবল ইউক্রেনের খারকিভেই মে ও জুন মাসে পুতিন বাহিনীর ৭০ হাজার সেনা হতাহত হয়েছে। তাই এবার লড়াই জোরদারে নতুন কৌশল আনছে রাশিয়া। খবর সিএনএনের। মস্কোর মেয়র এক বিবৃতিতে বলেন, শহরের কেউ যুদ্ধে যোগ দিলে তাদের প্রত্যেককে ২২ হাজার মার্কিন ডলার নগদ অর্থ দেওয়া হবে। যদি কোনো সেনা যুদ্ধে এক বছর অতিবাহিত করেন, তাহলে চাকরির প্রথম বছরে সে আয় করতে পারবে ৫৯ হাজার মার্কিন ডলার। এ ছাড়া যারা যুদ্ধে আহত হবেন তারা অতিরিক্ত ৬ থেকে ১২ হাজার মার্কিন ডলার পাবেন। আর কেউ যদি যুদ্ধের ময়দানে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ৩৪ হাজার মার্কিন ডলার।

জনপ্রিয়