ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ১৫ জুলাই ২০২৫

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেনিস শ্যামিহাল

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তিনি মঙ্গলবার এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের সরকারের নেতৃত্ব ও এর কার্যক্রম নতুন করে শুরু করার জন্য ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করেছি। আমি শীঘ্রই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় রয়েছি। মঙ্গলবার ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি। প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে ইউক্রেন সরকারে ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এই মনোনয়ন কার্যকর করতে এখন সংসদীয় অনুমোদন প্রয়োজন পড়বে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ বলে প্রতিবেদনে জানানো হয়েছে। জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, আমরা ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট আরও লিখেছেন, এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি।

সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। ৩৯ বছর বয়সী ইউলিয়া একজন অর্থনীতিবিদ এবং ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির জন্য সাম্প্রতিক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্যানেল হু

×