
ছবি: সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অন্তত চার হাজার যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সংগঠনটির বেশ কয়েকজন কমান্ডার ও শীর্ষ নেতা। বৃহস্পতিবার (১৯ জুন) সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগ পর্যন্ত টানা কয়েক মাস সংঘর্ষ চলেছে। এই সময়ে প্রায় ৪ হাজার হিজবুল্লাহ সদস্য প্রাণ হারান। সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের একটি টার্গেটেড হামলায় নিহত হন বলে দাবি করেছে আল-হাদাথ।
নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় দুই হাজার যোদ্ধা নিষ্ক্রিয় হয়ে পড়েন। যদিও বিপুল ক্ষয়ক্ষতির মুখেও বর্তমানে হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সক্রিয় সদস্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আল-হাদাথ আরও জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের লিতানি নদীর পারবর্তী অঞ্চল, যা একসময় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল, বর্তমানে দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ওই এলাকায় হিজবুল্লাহর আর কোনো সামরিক উপস্থিতি থাকবে না।
এতে বোঝা যায়, যুদ্ধের ফলাফল হিজবুল্লাহর জন্য কৌশলগত দিক থেকে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যে অঞ্চলগুলো তারা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছিল, তা এখন অন্য শক্তির হাতে চলে গেছে।
ফারুক