
ছবি: জনকণ্ঠ
পাবনার সাঁথিয়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। শুক্রবার ৪ জুলাই ভোরে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পুর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বেপরোয়াগতিতে যাচ্ছিল। বিপরীত দিক পাবনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে পাবনা এক্সপ্রেসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গেলে বিপরীত দিকে থেকে আসা ট্রাক পাবনা এক্সপ্রেস বাসের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়।
এতে বাসে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলো-উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ (৩৮),আতাইকুলা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে মনছের আলী (৪০) এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাব্বির