
ছবি: দৈনিক জনকণ্ঠ
জামালপুরের মেলান্দহ উপজেলায় দাগী এলাকায় রেলক্রসিংয়ে রেলওয়ে বিভাগের দেওয়া বেরিকেডের কারণে দীর্ঘ এক যুগ ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, মেলান্দহ স্টেশন থেকে রাস্তাটি শুরু হয়ে বানিপাকুরিয়া হয়ে মামাভাগিনা এলাকায় গিয়ে জামালপুর–দেওয়ানগঞ্জ সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এক সময় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থেকে আগত যাত্রীরা এই রুট দিয়ে শাহজাদপুর খাদ্যগুদাম অতিক্রম করে দ্রুত জামালপুর শহরে প্রবেশ করতেন। প্রায় ১২ বছর আগে এ রেলক্রসিংয়ে একটি টেম্পুর সঙ্গে ট্রেনের সংঘর্ষে কয়েকজন হতাহত হন। এরপর থেকেই রেলওয়ে বিভাগ বেরিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা সুমন খান বলেন,এই রেলক্রসিং দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে এক সময়ের ব্যস্ততম রাস্তাটি এখন প্রাণহীন। সাধারণ মানুষ হেঁটে পার হচ্ছে, কিন্তু গাড়ি চলাচল বন্ধ।”
অন্য এক বাসিন্দা সজিব আহম্মেদ সবুজ বলেন, রোগী পরিবহন থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময়মতো পণ্য বাজারে নিতে না পারায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এলাকাবাসীর দাবি, রেলওয়ে বিভাগ দ্রুত উদ্যোগ নিয়ে রেলক্রসিংটি উন্মুক্ত করে জনদুর্ভোগ লাঘব করুক।
জামালপুর রেলওয়ে প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন বলেন,যেসব রেলক্রসিং অবৈধ, সেগুলো নিয়ম অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোনো স্থানে রাস্তা বন্ধ থাকার কারণে যদি এলাকাবাসীর ভোগান্তি হয়ে থাকে, তাহলে সেই বিষয়ে লিখিত আবেদন প্রাপ্তির পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোভা