ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অর্থ উপদেষ্টা

ব্যাংকিং খাতে যে উদ্যোগই নেওয়া হোক আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে

প্রকাশিত: ১৪:২৩, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২৩, ২ জুলাই ২০২৫

ব্যাংকিং খাতে যে উদ্যোগই নেওয়া হোক আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে

ছবিঃ সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান সরকারের সময় সীমিত হলেও এই অল্প সময়েই কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার গ্রহণ করা হবে। তিনি বলেন, “আমরা অল্পদিনের জন্য এসেছি, ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু রিফর্ম (সংস্কার) করব। আমি অর্থনৈতিক দিকের কথা বলছি—রাজনৈতিক রিফর্ম নয়। ইতোমধ্যে ডিসেম্বর থেকেই কিছু বড় সংস্কার শুরু হয়ে গেছে।”

তিনি বলেন, “ব্যাংক খাতের সংস্কার একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। দুর্বল ব্যাংকগুলোর কী হবে, তাদের সম্পদ (অ্যাসেট) কীভাবে ব্যবস্থাপনা করা হবে, এসব নিয়ে কাজ চলছে। ব্যাংকের বড় সমস্যা হলো—যেসব আমানতকারী (ডিপোজিটর) আছেন, তাদের টাকা অবশ্যই ফেরত দিতে হবে। এটা ফার্স্ট প্রিন্সিপাল (প্রাথমিক নীতি)। এটা ফেরত দিতেই হবে। এখন প্রশ্ন হলো—এই টাকা কোথা থেকে আসবে?”

তিনি আরও বলেন, “আমরা বাজেটে ইতোমধ্যেই টাকা রেখেছি—মনে হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই পরিমাণ অর্থ কিছুই না, কিন্তু কিছু একটা শুরু করা দরকার। এখনই রিফর্মের (সংস্কারের) সুযোগ, কারণ পরে যদি নতুন সরকার আসে, তারা হয়তো আমাদের গৃহীত পদক্ষেপ অনুসরণ করবে না।”

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা যদি এখন ভালো কিছু করে যেতে পারি, তাহলে সেটি ভবিষ্যৎ সরকার অনুসরণ করতে পারবে। আর না করলে—আপনারা জানেন—বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা আন্দোলনের মাধ্যমে আমাদের নামিয়ে দিতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা একটি ভালো কাজ শুরু করলে, সেটি যেন ভবিষ্যৎ সরকার অব্যাহত রাখে—এটাই প্রত্যাশা। তাই এখন সময় সংস্কারের, এবং সেই কাজ শুরু হয়ে গেছে।”

তথ্যসূত্রঃ https://youtu.be/bY5Yx_wlKk8?si=q9w-YErDYR077oyo

মারিয়া

×