
ছবিঃ সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
"আপনারা জানেন, ইউএনডিপি (UNDP) মূলত বিভিন্ন দেশ ও সংস্থা থেকে যে অর্থ পায়, তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে এবং আজ জাপান থেকে অর্থায়নের প্রতিশ্রুতি এসেছে। ইউএনডিপিই এটির আয়োজন করেছে, আর আমাদের এখানে সাইনিং সেরিমনিটি করা হয়েছে, কারণ এর প্রত্যক্ষ সুবিধাভোগী হচ্ছে নির্বাচন কমিশন।
এই উপলক্ষে আমি যতটুকু জেনেছি, জাপান আজ ইউএস ডলার ৪.৮ মিলিয়ন (প্রায়) প্রতিশ্রুতি দিয়েছে। আমি আবার বলছি, ৪.৮ মিলিয়ন ডলার তারা এই প্রক্রিয়ার জন্য আমাদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
আমরা আশা করি, এই অর্থ যথাযথভাবে ব্যবহার করা যাবে—যেমন অতীতেও হয়েছে। কারণ আপনারা জানেন, ইউএনডিপি আমাদেরকে এই অর্থায়নের আগেই বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সেই সহযোগিতার ধারাবাহিকতা এখনো বজায় আছে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে যে ভালো কাজের উদ্দেশ্যে এগিয়ে গেছি, সেটিতে আমরা সফলভাবে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ।"
মারিয়া