ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগ, ক্ষোভে ফুসছে তুরস্কের জনতা

প্রকাশিত: ১৬:০০, ২ জুলাই ২০২৫

নবীর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগ, ক্ষোভে ফুসছে তুরস্কের জনতা

ছবি:সংগৃহীত

ইসলাম ধর্ম এবং নবীদের অবমাননার অভিযোগে তুরস্কের একটি জনপ্রিয় সাটায়ার ম্যাগাজিন ‘লেমেন’-এর বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে রাজধানী ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে চলছে ব্যাপক বিক্ষোভ।

তুরস্কের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ব্যঙ্গচিত্র প্রকাশে জড়িত অভিযোগে ম্যাগাজিনটির সম্পাদক ও দুই কার্টুনিস্টসহ মোট চারজনকে আটক করেছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে “উসকানিমূলক ও ধর্মীয় সহিষ্ণুতার পরিপন্থী” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের আইনের আওতায় আনা হবে। এটি হাস্যরস নয়, বরং ঘৃণা ছড়ানোর সুস্পষ্ট প্রচেষ্টা।”

প্রেসিডেন্ট এরদোগান আরও জানান, ম্যাগাজিনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এদিকে, ‘লেমেন’ ম্যাগাজিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের প্রকাশিত ব্যঙ্গচিত্রে যে চরিত্রটি দেখানো হয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং ‘মুহাম্মদ’ নামধারী একজন কাল্পনিক ব্যক্তি। তবে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন ধর্মপ্রাণ তুর্কি মুসলমানরা। ইস্তাম্বুলের বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, “আমি এখানে আমাদের নবীর বিরুদ্ধে প্রকাশিত ব্যঙ্গচিত্রের প্রতিবাদ জানাতে এসেছি। তাদের ব্যাখ্যা যুক্তিসংগত নয়, বরং এটি একেবারেই ইসলামবিদ্বেষী একটি উদ্যোগ।”

গত এক সপ্তাহ ধরে এই ইস্যুতে উত্তেজনা বাড়ছে তুরস্কজুড়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, উসকানি, ও ঘৃণামূলক প্রকাশনার অভিযোগে ‘লেমেন’ ম্যাগাজিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ধর্মীয় ও সামাজিক নেতারা।

তুরস্ক সরকার জানিয়েছে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তারা কোনো আপস করবে না এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/QuX4KDc6yoQ?si=bmnsxdWPJUAFRNGh

মারিয়া

আরো পড়ুন  

×