
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সামরিক কোম্পানিগুলোকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের স্প্যানিশ সদস্য নাচো সানচেজ আমর।
বুধবার দেওয়া এক বিবৃতিতে সমাজতান্ত্রিক দলের এই এমইপি ও ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির সদস্য বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো ‘দ্বিমাত্রিক নীতি’ অনুসরণ না করা।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইইউর দ্বিমুখী নীতি চলতে পারে না এবং নেতানিয়াহুর গণহত্যামূলক কর্মকাণ্ডে ইইউ অংশীদার হতে পারে না।”
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের শেষ দিক থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা করছেন, তা একটি সুস্পষ্ট গণহত্যা।
এমইপি আমর জানান, তার এই দাবি স্পেনের আরেক এমইপি সান্দ্রা গোমেজের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে পাঠানো হয়েছে। তারা ইউরোপীয় কমিশনকে ট্যাগ করে একযোগে এই আবেদন জানিয়েছেন।
এই আহ্বান এমন সময়ে এল, যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমাগত বেড়েই চলেছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে।
ইইউ তহবিল নিষিদ্ধ হলে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের ইউরোপীয় আর্থিক সহায়তা প্রাপ্তি কঠিন হয়ে পড়বে, যা যুদ্ধাবস্থায় কার্যত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাপ হিসেবে কাজ করতে পারে।
এখন দেখার বিষয়, ইউরোপীয় কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে ইইউর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক কোন পথে এগোয়।
সূত্র:https://tinyurl.com/2ptw4c66
আফরোজা