
তাহমিনা অথৈ
তাহমিনা অথৈ। মিডিয়াতে যার যাত্রাটা শুরু হয়েছিল ২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হয়ে। প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা। এতে তিনি সানজিদা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আরও কিছু কাজ করেছিলেন। কিন্তু কয়েক মাস আগে একটি ওটিটি প্ল্যাটফরমে প্রকাশিত ওয়েব সিরিজ ‘ফেউ’তে সিস্টার সুনিতা রোজারিও চরিত্রে অভিনয় করে আবারও প্রশংসায় ভাসছেন এখনো।
‘কালবেলা’র সানজিদা থেকে ‘ফেউ’য়ের সুনিতা যেন অভিনয়ে আরও পরিণত। ‘কালবেলা’র চেয়েও যেন ‘ফেউ’তে বেশি সাড়া পাচ্ছেন অথৈ। অথৈ জানান, ফেউয়ের পরবর্তী সিজনও আসবে। তাহমিনা অথৈ বলেন, প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল ভাইয়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব যে তিনি আমাকে ‘কালবেলা’ সিনেমাতে সানজিদা চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন। এখনো অনেক দর্শক মাঝে মাঝে সানজিদা চরিত্রের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আবার ‘ফেউ’ ওয়েব সিরিজের সুনিতা চরিত্রে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছি এখনো।
এখনো অনেকের সঙ্গে দেখা হলে কিংবা ম্যাসেঞ্জারে সুনিতা চরিত্রটি নিয়ে তাদের ভালোলাগার কথা বলেন। অভিনেত্রী হিসেবে এটাই আসলে আমার প্রাপ্তি, এটাই আমার তৃপ্তি। আমি খুব বেশি কাজ করিনি। কিন্তু যা করেছি তাই যেন সিগনেচার হয়ে আছে। অনেক অনেক বেশি কাজ করতে চাইও না। ভালো গল্পের কাজ করতে চাই যেন দর্শক মনে রাখেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন তাহমিনা অথৈ। এদিকে এরই মধ্যে ‘ব্ল্যাক চাপ্টার’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন।