ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ওয়ানডে আজ

আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৫, ৮ জুলাই ২০২৫

আত্মবিশ্বাসী টাইগাররা

দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট শিকারী তানভীর ইসলাম

টেস্টে ভরাডুবির পর প্রথম ওয়ানডেতে বড় হার- দুঃস্বপ্ন পেছনে ফেলে শ্রীলঙ্কা সফরে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কলম্বোয় দ্বিতীয় ম্যাচে ১৬ রানের দারুণ জয়ে ১-১ সমতায় ফিরিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। টাইগারদের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের সুযোগ। ‘আমরা সেদিন (প্রথম ওয়ানডেতে) যেভাবে হেরেছি সেটি মেনে নিতে পারিনি।

কিন্তু আমরা মনোবল হারাইনি। আমরা জানতাম, ঘুরে দাঁড়াতে পারব। অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হলো সিরিজ জয় এবং আমরা সেই লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।’ বলছিলেন নতুন অধিনায়ক মিরাজ। ইনজুরির সম্ভাবনা থাকায় পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে দ্বিতীয় ওয়ানডে খেলে সফরিরা। যেখানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেশীতে টান লাগায় নাজমুল হোসেন শান্তকে নিয়ে উদ্বেগ ছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু জানা গেছে, শান্ত ফিট আছেন এবং দলের সঙ্গে অনুশীলন করেছেন। পাল্লেকেলেতে আজ খেলা শুরু বিকেল তিনটায়।   
ইতিহাসে পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচের সিরিজ জিতেছে টাইগাররা। সেটি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে ২০১৩ এবং ২০১৭ সালে দু’বার দ্বীপ দেশটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। ঐ দুই সিরিজের দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। এবার হোয়াইটওয়াশ নিয়ে চিন্তা নেই। পাশাপাশি ইতিহাস গড়ার সুযোগ রয়েছে টাইগারদের। 
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। ২০২১ এবং ২০২৪ সালে ঘরের মাঠে এই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ঐ দুই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সব মিলিয়ে ১০টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে বাংলাদেশ ২টি এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজ জিতে। দুই সিরিজ ড্র হয়। এখন পর্যন্ত শ্রীঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এর আগে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ১টি করে জয় ও হার আছে টাইগারদের। ২০১৩ সালের সিরিজের শেষ ম্যাচ বৃষ্টি আইনে ৩ উইকেটে জিতেছিল টাইগাররা। ঐ জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। আর ২০২৩ সালে এশিয়া কাপের ম্যাচে ১৬৪ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারতে হয়েছিল।  পরিসংখ্যান পক্ষে না থাকলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মিরাজ।

প্যানেল হু

×