ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কায় এবার টি২০ চ্যালেঞ্জ টাইগারদের

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:২৭, ৯ জুলাই ২০২৫

শ্রীলঙ্কায় এবার টি২০ চ্যালেঞ্জ টাইগারদের

ক্যান্ডিতে নেটে ব্যাটিং অনুশীলনে সিরিয়াস বাংলাদেশ টি২০ অধিনায়ক লিটন দাস  

মাঠের ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের কাছে টেস্টে লজ্জার পর সংযুক্ত আরব আমিরাতে টি২০ সিরিজ হার, এরপর পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশ। শ্রীলঙ্কায় আশাজাগানিয়া ব্যাটিংয়ে গল টেস্ট ড্র করলেও কলম্বোতে বড় হারের যন্ত্রণায় পুড়তে হয় টাইগারদের। দ্বিতীয় ওয়ানডে জিতলেও সিরিজ হার ২-১ ব্যবধানে। তিন ম্যাচের কোনোটিতেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। লিটন দাসের নেতৃত্বে দ্বীপ-দেশটিতে এবার টি২০ চ্যালেঞ্জ টাইগারদের।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জিতলেও এরপর টি২০তে নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারতে হয়েছে। এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। ২০১৮ সালে কলম্বোতে নিজেদের টি২০ ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড (২১৫/৫) গড়েছিল বাংলাদেশ। ছোট্ট ফরম্যাটের ক্রিকেটে মাত্র সাতবার দুই শ’র ওপরে রান করেছে টাইগাররা, এর মধ্যে দুটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে আজ খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়। ডাম্বুলা ও কলম্বোতে পরের দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই।   
ধুন্ধুমার টি২০ ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার-হিটিং দক্ষতা সবসময়ই প্রশ্নের মুখে। আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে ২-১এ সিরিজ হারের পর বিষয়টি আরও বেশি করে সামনে এসেছে। ওই সিরিজের পর থেকে ভিন্ন ট্রেনিং সেশনে ব্যাটাররা পাওয়ার-হিটিং নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেছেন যে কোনো ফর্মেটেই পার্টনারশিপ গড়ে তোলা দলকে অনেকটাই এগিয়ে দিতে পারে।

তার মতে বড় পার্টনারশিপের অভাবেই দলকে ভুগতে হচ্ছে, ‘সেট হওয়ার আগেই আমরা দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে আসছি। খুব বেশিদূর ব্যাটাররা যেতে পারছে না। আমাদের অবশ্যই এই দিকটি নিয়ে কাজ করতে হবে। এটা যে কোনো ফর্মেটের ক্রিকেটের জন্য অপরিহার্য। আজ (তৃতীয় ওয়ানডেতে) যখন আমি ও হৃদয় ব্যাটিংয়ের ছিলাম তখন অনেকটাই ম্যাচের আবহ বুঝে ফেলেছিলাম। ওই মুহূর্তে আমি আউট হয়ে যাই, আর এতে ম্যাচের গতি নষ্ট হয়েছে।

বড় পার্টনারশিপ আর গড়ে ওঠেনি। পার্টনারশিপে স্ট্রাইক রোটেশন খুব গুরুত্বপূর্ণ।’ ২০ ওভারের টি২০ ক্রিকেটে স্ট্রাইক রেটই আসলে সব কিছু।  আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান খেলতে পারেননি। তবে লঙ্কানদের বিপক্ষে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ অবশ্য আইপিএলএ যোগ দেওয়ার আগে আমিরাতের বিপক্ষে শুধু প্রথম টি২০ ম্যাচটি খেলেছিলেন। 
পুনরুজ্জীবিত তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের পেস আক্রমণ গত তিন বছর ধরে তাদের কাজ অনবদ্যভাবে করে চলেছে। কিন্তু ব্যাটারদের নিয়মিত ব্যর্থতায় পেসারদের কৃতিত্ব চাপা পড়ে যাচ্ছে। টি২০ স্কোয়াডে বাংলাদেশের নির্বাচকরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও ব্যাটার নাঈম শেখকেও অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের সামনে আছে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি।

আর ১ উইকেট পেলে টি২০তে পঞ্চম বাংলাদেশি হিসেবে শিকারের ফিফটি করবেন শেখ মেহেদী (৪৯)। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিনশ’ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তার সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী। টি২০তে শিকারের ফিফটি হতে রিশাদ হোসেনের চাই আর ৭ উইকেট, মোহাম্মদ সাইফুদ্দিনের ৮টি।

এ ছাড়া ৩ রান করলে টি২তে বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে জাকের আলীর। লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি২০তে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পা-রাখবেন তিনি।  
এদিকে টি২০ সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আজ খেলতে পারছেন না তারকা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়ানডে সিরিজে হাসারাঙ্গার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৩.৯৮ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। ব্যাট হাতেও তিন ম্যাচে ছুঁয়েছেন দুই অঙ্কের রান।

ঘরের মাঠে চারিথ আসালাঙ্কার নেতৃত্বে এই সিরিজ জয় দিয়ে টি২০ মৌসুম শুরু করতে চায় লঙ্কানরা। তবে দলের সেরা স্পিনারকে হারানো বড় ধাক্কা স্বাগতিকদের জন্য। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর টি২০ দলে বেশ কিছু পরিবর্তন এনেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। সর্বোপরি টি২০তে ১৭ বারের মোকাবিলায় বাংলাদেশ এ পর্যন্ত ৬ ম্যাচে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার জয় ১১ ম্যাচে।

×