ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগের স্বভাবের পরিবর্তন হয়নি: নিউ এইজ সম্পাদক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১৮ জুলাই ২০২৫

আওয়ামী লীগের স্বভাবের পরিবর্তন হয়নি: নিউ এইজ সম্পাদক

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের স্বভাবের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবির। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক টকশোতে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

নূরুল কবির বলেন, যে গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে, মাত্র তিন সপ্তাহে প্রায় দেড় হাজার মানুষকে (অধিকাংশ যাদের তরুণ) প্রাণ দিতে হয়েছে, কয়েক হাজার তরুণকে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে—এইটার ব্যাপারে গত ১০ মাসে আওয়ামী লীগের দিক থেকে কোনো ধরণের অপরাধবোধের ব্যাপারে আমরা কোনো বক্তৃতা-বিবৃতি দেখিনি। যদিও তারা রাজনৈতিকভাবে নানান দেশ থেকে বিভিন্ন সময়ে নানান কথা বলেন।

তিনি বলেন, অনেকে আমাকে বলেন আওয়ামী লীগ ভিতরে ভিতরে বোঝে যে তারা ভুল করেছে, অন্যায় করেছে। এটা স্বীকার করা ঠিক হবে কি হবে না—এই কৌশলটা তারা নির্ধারণ করতে পারে নাই বলে তারা আসলে তাদের অপরাধবোধের কথা বলে না। কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো গোপালগঞ্জে, তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আসলেই তাদের কোনো অপরাধবোধ তৈরি হয় নাই। সুযোগ পেলেই তারা সংগঠিত হয়ে অন্যদের মিটিং-মিছিলে হামলা অব্যাহত রেখেছে। অর্থাৎ লীগের স্বভাবের পরিবর্তন হয় নাই।

এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃত্বও কখনো খণ্ড খণ্ডভাবে, কখনো সম্মিলিতভাবে সংগ্রাম করে আওয়ামী লীগকে দুর্বল করেছিল। কিন্তু আওয়ামী লীগকে শেষ ধাক্কা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মুমু ২

×