
প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় একটি ইটভাটার পাশের জলাশয় থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কলাপাড়া থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। প্রথমে সকালবেলা ইটভাটা দেশ ব্রিকস এর পাশে একটি জলাশয়ে মৃতদেহটি স্থানীয়রা ভাসতে দেখেন। তারা পুলিশকে খবর দেন।
মৃত ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে একটি ট্রাউজার উল্টোভাবে পরা রয়েছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোভা