
ছবি: জনকণ্ঠ
ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় দেশের বর্তমান অবনত পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোরস্থানের সামনে এসে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম ইউসুফ। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার বিপন্ন হয়েছে। তারা বলেন, “আওয়ামী লীগ একশো বছরের জন্য হারিয়ে গেছে, তারা আর ফিরবে না। তবে ষড়যন্ত্রকারী চক্র এখনো সক্রিয় এবং তারা দেশের ভেতরে নানাভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বিএনপিকে দমন করার অপচেষ্টা করে কোনো লাভ হবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চালানো কুৎসা ও প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ জানান এবং এ ধরনের অপপ্রচার প্রতিহত করার ঘোষণা দেন।
সভায় বক্তারা ফরিদপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চৌধুরী নায়াব ইউসুফকে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শহীদ