ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৪ আসামী গ্রেফতার

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

প্রকাশিত: ১৪:২৮, ১৭ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৪ আসামী গ্রেফতার

ছবি: সংগৃহীত।

খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভয় ও আতংকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি আলোচনায় আসে। জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের লতিবান এলাকার ১৪ বছর বয়সী এই কিশোরী রথযাত্রা দেখতে এসে গত ২৭জুন রাতে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পাশে কাকার বাড়িতে ৬ ছাত্র দল ও যুব দলের নেতা কর্মীর দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হন।

এদিকে বুধবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে ওই রাতেই পুলিশ এ জহারভূক্ত ৪ আসামীতে আটক করেছে। তারা হলো- আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এছাড়া মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩) নামে আরো দুইজন পলাতক রয়েছেন।পুলিশ জানায় এরা সকলেই ছাত্রদল ও যুব দলের নেতা কর্মী ।

মুনিগ্রাম হাইস্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে পরিবারের কাউকে কিছু না জানিয়েই গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী।

অপরাধী সে যেই হোক তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এমএন আবছার।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু‘জনকেও গ্রেফতারে অভিযান চলছে।

নুসরাত

×