
ছবি: সংগৃহীত
২০১২ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। পরের বছরই তাদের সংসারে নতুন অতিথি হিসেবে আসে প্রথম সন্তান আরশ হোসেন। সুখের সংসারে ছিলো হাসি-আনন্দ, কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সেই চিত্র।
২০১৮ সালের শুরুর দিকে বিনোদন জগতে আবারও কাজ শুরু করতে চান মারিয়া, আর সেই সিদ্ধান্ত থেকেই দাম্পত্য জীবনে দেখা দেয় দূরত্ব। ধীরে ধীরে বাড়তে থাকে মনোমালিন্য, যার পরিণতি ঘটে ২০১৯ সালে – বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান সিদ্দিক ও মারিয়া।
বর্তমানে একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করছেন মারিয়া মিম। তবে সম্প্রতি নতুন এক সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন তিনি। চলতি বছরের মে মাসে ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে ছবি পোস্ট করার পর থেকেই গুঞ্জন শুরু হয় নতুন সম্পর্ক নিয়ে।
ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেন এই মডেল। জানান, প্রায় ৬-৭ বছর ধরে প্রাক্তন স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিক্ত ভঙ্গিতে তিনি বলেন, “আমি ওর মুখই দেখতে চাই না।”
সন্তান প্রসঙ্গে মারিয়া জানান, “আমার ছেলে আমার কাছেই থাকে। আমি-ই তার মা, আমি-ই তার বাবা। তার কোনো বাবা নাই। ওর সবকিছু আমি-ই।”
আরশ এখন পঞ্চম শ্রেণিতে পড়ে। তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মারিয়া বলেন, “ওকে আমি দেশের বাইরে পড়াতে চাই। আমার মা আমাকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু আমি হয়ে গেছি মডেল। আব্বু তো মিডিয়া একদম পছন্দ করতেন না। সব উলটাপালটা হয়ে গেছে। আমি চাই আমার ছেলে ডাক্তার হোক, কিন্তু শেষ পর্যন্ত ও কী হবে—তা তো বলা যাচ্ছে না।”
মারিয়া মিমের জীবনের উত্থান-পতনের গল্প আজ অনেকের কাছেই পরিচিত। তবে মা হিসেবে তার লড়াই, দায়িত্ব আর ভবিষ্যতের স্বপ্ন তাকে আলাদা করে তুলে ধরে।
আসিফ