ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এসএসসিতে ১২২২ নম্বর পেয়ে মুকসুদপুরের শিক্ষার্থী ফারহানার কৃতিত্ব

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২২:০২, ১২ জুলাই ২০২৫

এসএসসিতে ১২২২ নম্বর পেয়ে মুকসুদপুরের শিক্ষার্থী ফারহানার কৃতিত্ব

এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ নম্বর পেয়ে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ। তার এই কৃতিত্বে মুগ্ধ পুরো উপজেলা।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে ফারহানা। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এটি গোপালগঞ্জ জেলারও সর্বোচ্চ নম্বর হতে পারে বলে জানা গেছে।

মেধাবী এই শিক্ষার্থী মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম ফরহাদ রিপন সরদারের মেয়ে।

শুধু ভালো ফল নয়, ফারহানার চোখে একটাই স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। নিজের এই স্বপ্নপূরণে দেশবাসীর দোয়া চেয়েছে ফারহানা ও তার পরিবার।

তার কৃতিত্বে গর্বিত শিক্ষকরা বলেছেন, “তুমি বড় হও—তোমার ইচ্ছের আকাশ ছুঁয়ে যাক। আমরা চাই তুমি একদিন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করো।”

মিমিয়া

×