ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নৌবন্দরের প্রাথমিক কাজ শুরু হয়েছে- কমডোর আরিফ আহমেদ মোস্তফা

সুমন কুমার সাহা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সারিয়াকান্দি, বগুড়া

প্রকাশিত: ২২:০৬, ১২ জুলাই ২০২৫

নৌবন্দরের প্রাথমিক কাজ শুরু হয়েছে- কমডোর আরিফ আহমেদ মোস্তফা

বগুড়ার সারিয়াকান্দিতে নৌ বন্দর স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে নৌ বন্দর স্থাপনের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা (জি)। শনিবার বিকেলে সারিয়াকান্দি কালিতলা ঘাট পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু প্রমুখ।

আঁখি

×