ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বুক ধরপড় ও অতিরিক্ত ঘাম হলে করণীয় কী?

প্রকাশিত: ০৩:৫৭, ১০ জুলাই ২০২৫

বুক ধরপড় ও অতিরিক্ত ঘাম হলে করণীয় কী?

ছবি: সংগৃহীত।

বুক ধরপড় বা হঠাৎ করে হৃদকম্পন বেড়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. লোকমান হোসেন। তিনি জানান, “বুক ধরপড়” সবসময় কোনো নির্দিষ্ট রোগের লক্ষণ না হলেও অনেক সময় তা গভীর কোনো শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

ডা. লোকমান বলেন, “অনেকেই প্রশ্ন করেন—স্যার, আমি যখন একা থাকি বা লিফটে উঠি, তখন হঠাৎ বুক ধরপড় করে ওঠে। অনেক সময় এর পিছনে কোনো স্পষ্ট কারণ থাকে না। এ ধরনের অবস্থাকে আমরা ‘প্যানিক অ্যাটাক’ বলি।”

তিনি একটি বাস্তব উদাহরণ তুলে ধরে বলেন, “আমার এক সহকর্মীর বড় ভাইয়ের অফিস ১৪ তলায়। তিনি লিফটে উঠতে পারেন না, বুক ধড়ফড় করে। এজন্য তিনি প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠেন ও নামেন। আবার প্লেনে উঠলে তার ভয় লাগে। তাকে ছোট ফ্লাইটে উঠার পরামর্শ দিয়েছিলাম। কয়েকবারের পর তিনি ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠেছেন। এই ধরনের রোগীদের জন্য কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বুক ধরপড়ের অন্যান্য সম্ভাব্য কারণ সম্পর্কেও তিনি বলেন, “হৃদপিণ্ডের ভাল্বে সমস্যা থাকলে, থাইরয়েড হরমোন অতিরিক্ত থাকলে (থাইরোটক্সিকসিস), ডায়রিয়া ও ডিহাইড্রেশনে, এমনকি হার্টের রক্তনালিতে ব্লক থাকলেও বুক ধরপড় করতে পারে।”

তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে বুক ধরপড়ের নির্দিষ্ট কারণ পাওয়া যায় না, যেগুলোকে ‘ইডিওপ্যাথিক’ বলা হয়। এ ক্ষেত্রে আধুনিক চিকিৎসায় 'অ্যাব্লেশন' পদ্ধতির মাধ্যমে সমস্যার উৎস স্থানে চিকিৎসা করে এটি নিরাময় সম্ভব।

ডা. লোকমান বার্তার শেষাংশে বলেন, “বুক ধরপড় কোনো একটি নির্দিষ্ট সমস্যার নাম নয়। এটি একটি উপসর্গ। তাই সঠিক কারণ চিহ্নিত করে চিকিৎসা নিলেই রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। নিজের অবস্থার প্রতি সচেতন হোন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।”

এই বার্তার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বুক ধরপড় বা হঠাৎ হৃদকম্পনজনিত সমস্যাগুলো নিয়ে অযথা ভয় না পেয়ে সময়মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মিরাজ খান

×