ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আমিরাতে বিগ টিকেটের সাড়ে ৮৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি 

এইচ ,এম, হক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, আরব আমিরাত

প্রকাশিত: ২২:৩৪, ৫ জুলাই ২০২৫

আমিরাতে বিগ টিকেটের সাড়ে ৮৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি 

ছবি: সংগৃহীত

একবার না পারিলে দেখ শতবার এই কথার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ চট্টগ্রামের ছেলে মোঃ নাসের।গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী  আবুধাবি ডিউটি ফ্রি’র জুন মাসের লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। এটি ছিল বিগ টিকেটের ২৭৬তম ড্র। এতে নাম উঠে চট্টগ্রামের ছেলে বাংলাদেশি মোঃ নাসেরের।

বিগ টিকেট বিজয়ী মোঃ নাসের পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। বিগত ১২ বছর যাবত তার বন্ধুদের সাথে টিকেট কিনছিলেন একদিন না একদিন তিনি জয়ী হবেন।তিনি তার বিশ্বাসে অটুট ছিলেন এবং তিনি জয় হয়ে দেখিয়েছেন। 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে কাজ করেন মোঃ নাসের (৪৩)। বাড়ি চট্টগ্রাম শহরে। তিনি ও তার ১০ বন্ধু মিলে এই টিকেট জিতেলেন। টিকেট নম্বর ০৬১০৮০। যার পুরস্কার মূল্য ২৫ মিলিয়ন দিরহাম বা ৮৩.৫০ কোটি টাকা। যেহেতু আবুধাবির বিগ টিকেট ১০ বন্ধু মিলে কিনেছেন। বিগ টিকেট লটারির টাকা ১০ বন্ধু মিলে ভাগ করে নিবেন।

ফারুক

×