ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আপনার সন্তান কি অনলাইনে সুরক্ষিত? জানুন ভয়াবহ ফাঁদ ও বাঁচার উপায়!

প্রকাশিত: ১৫:১৩, ১০ জুলাই ২০২৫

আপনার সন্তান কি অনলাইনে সুরক্ষিত? জানুন ভয়াবহ ফাঁদ ও বাঁচার উপায়!

ছবি: সংগৃহীত

বর্তমানে ডিজিটাল যুগে সন্তানদের অনলাইনে নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট টিভি—বিভিন্ন ডিভাইস থেকে শিশুরা ইন্টারনেট ব্যবহার করছে পড়াশোনা, গেম খেলা ও সামাজিক যোগাযোগের জন্য।

তবে ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু মারাত্মক ঝুঁকির বিষয়ও জানা থাকা দরকার। এর মধ্যে রয়েছে—সাইবার বুলিং, অনলাইন গুমরিং (প্রতারক দ্বারা ফাঁদে ফেলা), অশ্লীল ও অনুপযুক্ত কনটেন্ট, ব্যক্তিগত তথ্য চুরি ও পরিচয় জালিয়াতি।

এছাড়া আরও কিছু ঝুঁকি আছে, যেমন—সেক্সটিং (অশ্লীল ছবি বিনিময়), উগ্রবাদে প্রলুব্ধকরণ, ভুয়া খবর ছড়ানো ও অনলাইন সুনাম নষ্ট হওয়া—যা ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

কী করবেন অভিভাবকরা?

শিশুদের নিরাপদ রাখতে সহজে ব্যবহারযোগ্য নানা প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে। যেমন—

  • গুগল ফ্যামিলি লিংক (অ্যান্ড্রয়েডের জন্য): স্ক্রিন টাইম সীমা নির্ধারণ, আপস ডাউনলোড নিয়ন্ত্রণ, কনটেন্ট ফিল্টার, ডিভাইস ব্যবহারের সময় ঠিক করা ইত্যাদি সুবিধা।

  • অ্যাপলের স্ক্রিন টাইম (আইফোন/আইপ্যাডের জন্য): একই সুবিধা, সঙ্গে অ্যাপ ব্যবহারের সীমা, অশ্লীল বিষয়বস্তু ব্লক, ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা।

এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স বা অনলাইন গেমেও আলাদা নিরাপত্তা ফিচার রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন—তাদের অনলাইন আচরণ ও ঝুঁকি সম্পর্কে সচেতন করুন।

আবির

×