
ছবি: সংগৃহীত
পিক্সেল ফোনের একটি বড় সুবিধা হলো নতুন অ্যান্ড্রয়েড বেটা ও ফিচারগুলো অন্যদের আগে পাওয়া যায়। তবে কখনো কখনো ধৈর্য ধরে অপেক্ষা করাই ভালো।
গুগল সম্প্রতি জানিয়েছে, তারা তাদের প্রি-রিলিজ প্রোগ্রাম আপডেট করছে। এখন থেকে ‘ক্যানারি রিলিজ চ্যানেল’ চালু হবে, যা পুরনো ডেভেলপার প্রিভিউ প্রোগ্রামকে বদলে দেবে।
ক্যানারি চ্যানেল থেকে নতুন অ্যান্ড্রয়েড বিল্ডগুলো পাবেন আগেভাগেই, কিন্তু এই বিল্ডগুলো এখনও পরীক্ষা-নিরীক্ষামূলক। তাই এটা মূলত ডেভেলপারদের জন্য এবং এতে অনেক বাগ থাকতে পারে।
গুগল স্পষ্ট বলেছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ক্যানারি বিল্ডগুলো স্থিতিশীল নয় এবং এটি প্রধান ফোন হিসেবে ব্যবহার করা ঠিক হবে না।
অন্য কথায়, আপনার পিক্সেলে এই আপডেট ইনস্টল করলে সমস্যা হতে পারে, তাই সাবধান থাকুন।
পিক্সেল ব্যবহারকারীরা নতুন ফিচারে এখনও অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন, বিশেষ করে স্যামসাং ফোনের তুলনায় যারা এখনও অ্যান্ড্রয়েড ১৬ পাচ্ছে না।
আবির