ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

চ্যাটজিপিটিতে ‘স্টাডি টুগেদার’, পাওয়া যাবে যেসব সুবিধা

প্রকাশিত: ২০:২২, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৩, ১৩ জুলাই ২০২৫

চ্যাটজিপিটিতে ‘স্টাডি টুগেদার’, পাওয়া যাবে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের জন্য নতুন এক যুগান্তকারী সুবিধা আনতে যাচ্ছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে শিগগিরই যুক্ত হচ্ছে ‘স্টাডি টুগেদার’ নামে নতুন এক বৈশিষ্ট্য, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

ওপেনএআই জানিয়েছে, স্টাডি টুগেদার ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গাণিতিক সমস্যা কিংবা জটিল পাঠ্যবিষয়ে প্রশ্ন করলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর না দিয়ে ধাপে ধাপে সমস্যা বিশ্লেষণে সাহায্য করবে। অর্থাৎ, শিক্ষকের মতো করে চিন্তা করতে শেখাবে—যা অনেকটা প্রাচীন গ্রিক ‘সক্রেটিস পদ্ধতি’র আদলে তৈরি।

শিক্ষার্থীদের জন্য কেমন হবে সুবিধাটি?

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, যেসব ব্যবহারকারী ইতিমধ্যেই নতুন এই ফিচার ব্যবহার করার সুযোগ পেয়েছেন, তারা একে ‘ইন্টার‌অ্যাকটিভ টিউটর’ হিসেবে বর্ণনা করেছেন।

তাঁদের অভিমত, এটি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শিক্ষার্থীকে ভাবতে ও বিশ্লেষণ করতে শেখায়, ফলে বিষয়বস্তুর প্রতি গভীর অনুধাবন তৈরি হয়।

কী লক্ষ্য নিয়ে আসছে ফিচারটি?

এই সুবিধার মূল উদ্দেশ্য হলো—

  • সরাসরি সমাধান না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের যুক্তি ব্যবহার করে সমাধানে পৌঁছাতে সহায়তা করা
  • শিক্ষার্থীদের চিন্তন, বিশ্লেষণ ও সমস্যা সমাধান দক্ষতা বাড়ানো
  • চ্যাটজিপিটিকে সাধারণ চ্যাটবট নয়, বরং ডিজিটাল শিক্ষকের ভূমিকায় প্রতিষ্ঠিত করা

এআই টুলের ব্যবহার ও অপব্যবহার

চ্যাটজিপিটিসহ বিভিন্ন জেনারেটিভ এআই টুল বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়। অনেকেই হোমওয়ার্ক বা প্রজেক্টে সাহায্য নিতে এসব টুল ব্যবহার করছেন, আবার কেউ কেউ অপব্যবহার করেও বিতর্ক তৈরি করছেন।

এই প্রেক্ষাপটে ‘স্টাডি টুগেদার’ ফিচারটি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনার একটি গঠনমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

কবে আসবে সবার জন্য?

ওপেনএআই জানিয়েছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এতে প্রবেশাধিকার পাচ্ছেন। সবার জন্য চালু হওয়ার সময় নির্দিষ্টভাবে জানানো না হলেও, শিগগিরই এ সুবিধা চ্যাটজিপিটির মধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সূত্র: https://techcrunch.com/2025/07/07/chatgpt-is-testing-a-mysterious-new-feature-called-study-together/

রাকিব

×