ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

প্রকাশিত: ২১:৫৭, ২৬ এপ্রিল ২০২৫

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

নেপাল থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে আজ শনিবার (২৬ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী হিমালয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি।

প্রথমবারের মতো কাবাডির টেস্ট সিরিজ খেলতে গত ১৯ এপ্রিল নেপাল যায় বাংলাদেশ নারী কাবাডি দল। নেপালের মেয়েদের জন্যও এটি ছিল প্রথম কাবাডি টেস্ট সিরিজ। ৩-২ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতে নেয় নেপাল। তবে এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে শ্রাবণীর, বৃষ্টিরা।
প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় বাংলাদেশ। ২৯-২২ পয়েন্টে জয় পায় নেপাল। এরপর সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ২৬-২৩ পয়েন্টে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ জমিয়ে তোলে। কিন্তু চতুর্থ ম্যাচ হেরে সিরিজ জয়ের লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিক নেপাল।

তবে সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২৮-২৩ পয়েন্টে হারায় নেপালকে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে বাংলাদেশ। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেয় শ্রাবণী, বৃষ্টিরা। এক সময় আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। এর ফলে জয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ দল।

এই সিরিজকে ভারতে অনুষ্ঠেয় আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছিল বাংলাদেশ। দলের ভুল ত্রুটি ও দুর্বলতা এই সিরিজের মধ্য দিয়ে খুঁজে বের করা সম্ভব হয়েছে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া এই সিরিজ থেকে যে আত্মবিশ্বাস বাংলাদেশ পেয়েছে তা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন খেলোয়াড়রা।

আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে।
 

 

রুমেল খান /রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার