
সনদপ্রাপ্ত কাবাডি রেফারিরা (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কাবাডি রেফারি ট্রেনিং কোর্স সম্পন্ন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এই কোর্সে অংশ নিয়েছিলেন ৭৫ রেফারি। এর মধ্যে ছিলেন ১৪ জন নারী। অতীতে কাবাডির কোন রেফারি ট্রেনিং কোর্সে এর চেয়ে বেশি অংশগ্রহণ ছিল না।
কাবাডির হারানো গৌরব ফিরিয়ে আনতে ও এই খেলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কাবাডি ফেডারেশনের বর্তমান কমিটি। খেলার পাশাপাশি ভালো মানের কাবাডি রেফারি তৈরির দিকে বিশেষ নজর দিয়েছে ফেডারেশন। তারই অংশ হিসেবে কাবাডি রেফারি ট্রেনিং কোর্স (বেসিক কোর্স) অনুষ্ঠিত হলো। গত ২৬ এপ্রিল শুরু হয় কাবাডি রেফারি ট্রেনিং কোর্স।
বুধবার সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
ফেডারেশনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল, ‘প্রশিক্ষণ সবসময় ভালো। কাবাডি ফেডারেশন রেফারিদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞান পরবর্তীতে তারা কাজে লাগাতে পারবে। যে যত বেশি জানবে সে ততো ভালোভাবে খেলা পরিচালনা করতে পারবে। তাই প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি।’
ভালোমানের রেফারি তৈরি হলে খেলোয়াড়দের খেলার মানেরও উন্নয়ন হবে বলে মনে করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহাগ, ‘একটা খেলোয়াড় যখন খেলে তখন তার ভুলগুলো কিন্তু আসে রেফারির মাধ্যমে। ভালোমানের রেফারি যদি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া যায় তাহলে ভালো খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। আমরা যে কাবাডির কোর্স সম্পন্ন করলাম সেখানে আবেদন করেছিল ১৩০ জন। যাচাই-বাছাই করে এবং জায়গার অভাবের কারণে আমরা আরও বেশি সংখ্যক নিতে পারিনি। আমাদের সেক্টর অনুযায়ী কাজ চলমান থাকবে। এরপর আমরা কোচদের নিয়ে কাজ করবো। বিভিন্ন জায়গায় খেলোয়াড় বাছাই করতে চাই। এভাবে এগিয়ে যেতে থাকলে কাবাডি ঘুরে দাঁড়াবে।’
পাঁচ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পেয়েছেন। কাবাডির ইতিহাস জানার পাশাপাশি মাঠের পরিমাপ ও অংকন, মাঠের পরিভাষা, খেলার নিয়মাবলী, প্রতিযোগিতার নিয়মাবলী, স্কোরশিট পূরণ, টেকনিক্যাল পয়েন্ট এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন অংশগ্রহণকারীরা। কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হক। প্রশিক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক রেফারি মনির হোসেন, মোখলেছুর রহমান ও স্বপন খান।
রুমেল খান /রাজু