ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত

১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১০ জুলাই ২০২৫

১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

একাধিকবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা 

নিজেদের কব্জায় থাকা ইসরাইলি জিম্মিদের মধ্যে ১০ জনকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস গাজায় সম্ভাব্য নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য শুভেচ্ছা হিসেবে এই ১০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটির হাইকমান্ড এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান খবর আলজাজিরার

গাজায় প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তির জন্য সাম্প্রতিক সংলাপের সাফল্যকে হামাস স্বাগত জানাচ্ছে এবং সম্ভাব্য চুক্তিকে সম্মান শুভেচ্ছা জানিয়ে ১০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই তাদের মুক্তি দেওয়া হবে তবে এখনো কোর ইস্যুগুলো নিয়ে সংলাপে আলোচনা শুরু হয়নি যেমন গাজায় ত্রাণ সরবরাহ, গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি হামাস প্রত্যাশা করছে যে সংলাপে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে

সম্প্রতি গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি নিয়ে গত সপ্তাহ থেকে দুই মধ্যস্থতাকারী দেশ মিসর কাতারের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন হামাস ইসরাইলের সরকারি প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে বৈঠক আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ট্রাম্পের এই ৬০ দিনের  যুদ্ধবিরতির প্রস্তাবকে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রূপান্তরের দাবি জানিয়েছিল হামাস তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ২৩ সালের অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা সে সময় এলোপাতাড়ি গুলি চালিয়ে হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল তারা

হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ২০২৩ সালের অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সে অভিযানে পর্যন্ত সেখানে নিহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ফিলিস্তিনি দুই বছরের সংঘাতে কয়েক দফায় অধিকাংশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস কয়েক জিম্মির মরদেহও হস্তান্তর করেছে দাপ্তরিক হিসেবে অনুযায়ী, এখনো অন্তত ৫০ জন জিম্মি আছেন হামাসের কব্জায় তবে তাদের মধ্যে কতজন এখনো জীবিত আছেন তা অজানা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব মেনে এর আগে গত ২০ ফেব্রুয়ারি থেকে মাসের যুদ্ধবিরতিতে গিয়েছিল হামাস আইডিএফ

প্যানেল মজি

আরো পড়ুন  

×