
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে সারাদেশের মানুষ জেগে উঠেছে, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জাগ্রত জনগণ রাজপথে নেমে এসেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবারই জনগণের সমর্থন ভোটের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। কোন ষড়যন্ত্রকে ভয় করে না। অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্র ছাড়া,জনগণের ম্যান্ডেট ছাড়া বিএনপি অন্য কোনকিছু চিন্তা করে না।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামী সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, সেই কারণে জামায়াতে ইসলামীর উচিত শুকরিয়া নামাজ আদায় করে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানানো।
মতবিনিময় সভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, গণআন্দোল গনঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলে আসছেন, আগামীর নির্বাচন হবে খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ, কারণ ফ্যাসিস্ট সরকারের মতো দিনের ভোট রাতে ও ভোটারবিহীন ডামি মার্কা নির্বাচন আর হবে না,এখন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।
জনগণ মনে করে বিএনপি তাদের আশা আকাঙ্খা ও আস্থার দল, জনগণের বিশ্বাসের মর্যাদা দিতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হব,সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি তাহলে কোন ষড়যন্ত্রই বিএনপির ক্ষতি করতে পারবে না।
বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা,শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসি জাহিদ আলম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সলংগা থানা বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম আজম ও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা।
রিফাত