ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে এনসিপি’র পথসভা ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ২১:৪৭, ১৮ জুলাই ২০২৫

বান্দরবানে এনসিপি’র পথসভা ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার

বান্দরবানে জাতীয় নাগরীক পার্টি'র (এনসিপি) পথসভা উপলক্ষ্যে জেলা শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল দুপুরে বান্দরবান সদরের সোনালী ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে এ পথ সভা হওয়ার কথা রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় বান্দরবানে জাতীয় নাগরীক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা আহব্বায়ক কমিটির প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সোহেল পথসভার বিষয়টি নিশ্চিত করেন।

শহীদুল ইসলাম সোহেল জানান, ১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে আগামীকাল সকালে কক্সবাজারে পদযাত্রা শেষ করে দুপুর ২টায় অন্তত ৮০ জন এনসিপি'র কেন্দ্রীয় নেতা কর্মীরা বান্দবানেও পথসভায় যোগ দিবেন বলে আশাবাদী তিনি।

এবিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, এনসিপির পথসভা উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্ধারিত পোশাক ও সাদাপোশাকে পুলিশ সদস্যদের সভাস্থল ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

 

রাজু

×