ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

একদিনে করোনায় আক্রান্ত ৩২

প্রকাশিত: ১৮:৩০, ২ আগস্ট ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত ৩২

ফাইল ছবি।

সারাদেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন। বুধবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৯৪৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৫৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৫২৫ জন।
 

এমএম

×